আগামী এডুকেশন ফাউন্ডেশন
আগামী এডুকেশন ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক, ধর্ম নিরপেক্ষ স্বেচ্ছাসেবী সংস্থা যাহার প্রধান উদ্দেশ্যই হল সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে গুণগত শিক্ষা বিস্তার করা এবং এ লক্ষ্যকে সামনে রেখে আগামী এডুকেশন ফাউন্ডেশন গঠিত হয়। Agami Inc. USA হল এর প্যারেন্ট অর্গানাইজেশন।
সুবিধা বঞ্চিত শিশুদের পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাকে আরও প্রাণবন্ত এবং সহজতর করে পৌঁছে দেওয়া এর অন্যতম লক্ষ্য।
আগামী এডুকেশন ফাউন্ডেশন বিভিন্ন স্বল্প ও দীর্ঘ মেয়াদী উদ্যোগ গ্রহণ করে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে গুণগত শিক্ষা ও সুস্বাস্থ্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এই উদ্যেগ গুলোকে প্রোগ্রাম, প্রোজেক্ট অ্যান্ড ইনিশিয়েটিভ (পিপিআই/PPI) বলা হয়ে থাকে। বর্তমানে নিম্নলিখিত পিপিআই চালু রয়েছে।
১। স্কুল প্রোগ্রাম (School Program) ২। আগামী এডুকেশন টেকনোলজি (Agami Education Technology ( Agami EdTech) ৩। শিক্ষক প্রশিক্ষন (Teachers Training) ৪। লাইফ ইস ফান (Life is Fun) (বিজ্ঞান বিষয়ক শিক্ষা) ৫। হেল্থ ফর এডুকেশন (Health for Education) ৬। লাইব্রেরী প্রোজেক্ট (Library Project) ৭। ইম্প্রুভিং ইংলিশ টিচিং (Improving English Teaching) ৮। আগামী চেস গিলড (Agami Chess Guld) ৯। আগামী নিটিং প্রোজেক্ট (Agami Knitting project)
এডুকেশন টেকনোলজি [Education Technology]
এডটেক (Education Technology-EdTech) নামে একটি strategic initiative চলমান রয়েছে যা আধুনিক প্রযুক্তি এবং প্লাটফর্ম ব্যবহার করে বিভিন্ন সংগঠনের সঙ্গে সহযোগিতায় education content বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত স্কুলে পৌঁছে দিচ্ছে। তাছাড়া, ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এগুলো সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
লাইফ ইজ ফান ( Life is Fun Project )
Life is Fun (LiF) আগামী এডুকেশন ফাউন্ডেশনের একটি বিজ্ঞানভিত্তিক প্রোগ্রাম। ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনির ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম পরিচালিত হয়। বিজ্ঞান ভীতি দূর করা ও বিজ্ঞানের কঠিন বিষয় গুলোকে সহজভাবে উপস্থাপন করা এর মূল লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে বিজ্ঞানের প্রাথমিক শ্রেণির পাঠ্যবইয়ের সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখে LiF নিয়মিত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপরে আগামী সহায়তাধীন স্কুলগুলোতে ইন্টার্যাক্টিভ সেশন আয়োজন করে থাকে। এই সেশনগুলোতে বিজ্ঞানের যে বিষয়্গুলোর উপর আলোকপাত করা হয় তা স্বল্পমূল্যের বিজ্ঞান সরঞ্জামের মাধ্যমে হাতে কলমে প্রয়োগের উপরেও প্রাধান্য দেয়া হয় যাতে শিক্ষার্থীরা নিজেদের সংপৃক্ত মনে করতে পারে। LiF এর আরেকটি উল্লেখ্যযোগ্য কার্যক্রম হচ্ছে প্রতিবছর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে বিজ্ঞানমেলার আয়োজন ।
Facebook || Linkedin || Instagram
এইএফ প্রোফাইলঃ প্রোফাইল বুক
সদস্যপদ ফর্ম ( Membership Form ) : পি ডি এফ , ওয়ার্ড ফাইল
Email to : somiron.gregory@agami.org, maksuda.mahtab@agami.org, rahima.rima@agami.org
নতুন সদস্যতার জন্য, নিম্নলিখিতগুলি জমা দিতে হবে।
1. যোগাযোগের নম্বর,
2. NID এর স্ক্যান কপি,
3. একটি পাসপোর্ট আকারের ছবি
4. AEF সদস্যপদ ফর্ম প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করা হয়,
5. AEF বিকাশ নম্বর: ০১৭০৫-৭২৯৯৮৯ এর মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে।
স্কুল প্রোগ্রাম ( School Program )
২০২৩ সালে স্কুল প্রোগ্রামের মধ্য দিয়ে আগামী এডুকেশন ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। স্কুল প্রোগ্রাম আগামী এডুকেশন ফাউন্ডেশনের চলমান কর্মসূচী গুলোর মধ্যে অন্যতম। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক ও গুনগত শিক্ষার প্রসারে স্কুল প্রোগ্রাম কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্প গ্রহনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত স্কুল গুলোতে তাদের চাহিদা ও প্রয়োজন মোতাবেক অর্থ সহায়তা বা বাজেট প্রদান করা এই কর্মসূচীর অন্যতম একটি কাজ।
2022 সালে, আগামী এডুকেশন ফাউন্ডেশন শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ১৭টি স্কুলে ১,৩৪৪ ছেলে এবং ১,৭৮৯ মেয়ে মোট ৩০০০ এঁর ও বেশি শিক্ষার্থীকে সহায়তা করা হয়েছে।
একনজরে উপকারভোগীর সংখ্যা ২০২২
শিক্ষক প্রশিক্ষণ ( Teachers Training Program )
২০১৬ সাল থেকে সাফল্যের সাথে এমনকি করোনা মহামারী কালীন সময়েও শিক্ষক প্রশিক্ষণ টীম সফল ভাবে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। শিক্ষক প্রশিক্ষক টিম ২০২০ সালের বাকি সময়ের মধ্যে আরও ৩ টি কার্যক্রম হাতে নিয়েছে। আগামী সাহায্যপুষ্ট স্কুলের শিক্ষকগণ যারা বিজ্ঞান, অংক এবং ইংলিশ পড়ান তাদের জন্য নভেম্বর মাসে ডিজিটাল কনটেন্ট তৈরির উপর একটি প্রশিক্ষণের আয়োজন করা হবে। আরও পড়তে, নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
আগমী নেত্রকোনা চ্যাপ্টার (ANC)
Agami in Action on the Ground
We hope to bring the latest info directly from our schools to those who support our efforts.